চ্যাম্পিয়নস ট্রফিটা আজকের জন্য শুধুই ভারত–পাকিস্তানের। বিশ্ব ক্রিকেটের দৃষ্টি আজ থাকবে কেবলই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটার দিকে। রাজনৈতিক বৈরিতায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক এমনিতেই অম্লাত্মক। https://www.effectiveratecpm.com/j7d8ig59tq?key=8565a48304ab030ed304eb5089b44355a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRiOnnxcpyLzdIzwpiqTWvEtoBTkeenXHywbucbnlJaMYrboo1aVa1qreubZJHDGWFW7k6K3Tq17lIJWfX1P0lW6Ek2pq5SuAL8wO1HA7mEi9V3zGYqIy4OKHErmWPDGoN1U_AEElYvmgTIaAW_rykYmgdUo7XHEyppaclvnxrFosYihyphenhyphenkUOkQIjE88yv0/s1080/1000000979.jpg" style="display: inline !important; padding: 1em 0px; text-align: center;">
ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে খেলছে না বলে এবারের চ্যাম্পিয়নস ট্রফি তার ঝাঁজ আরও বাড়িয়েছে। শুধু ভারতের কারণেই টুর্নামেন্টটা হচ্ছে দুই দেশে। যদিও ভারত নিজেরা খেলছে শুধু দুবাইয়ে।
https://www.effectiveratecpm.com/vhvfz9ui?key=aba4fb0b6468eaf99053d8b2465a3555তবে যদি বলা হয়, খোদ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানের দৃষ্টিই আজ পুরোপুরি দুবাইয়ের দিকে নেই, খুব বেশি ভুল বলা হবে না বোধহয়। অনেক বছর ধরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট মানে দেশটির রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার একটাই চিন্তা—অঘটন এড়িয়ে খেলাটা যেন ঠিকঠাকভাবে হয়, নিরাপদে থাকতে পারে অতিথি দলগুলো। দুবাইয়ের ভারত–পাকিস্তান ম্যাচের চেয়েও তাই তাদের বড় চিন্তা পাকিস্তানে থাকা দলগুলোর নিরাপত্তা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করা।
No comments